ফরিদপুরে শারদীয়া দুর্গোৎসবের পুনর্মিলনী অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৭, ২০২০

ফরিদপুরে শারদীয়া দুর্গোৎসবের পুনর্মিলনী অনুষ্ঠিত

 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে শারদীয়া দুর্গোৎসবের পরবর্তী বিজয়ার পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা ড. যশোদা জীবন দেবনাথ এর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যশোদা জীবন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। 

 
এ সময় বক্তারা বলেন, পূজা উদযাপন কমিটি ফরিদপুরের সংখ্যালঘুসহ সকল মানুষের মানবিকতার জন্য কাজ করে যাবে। কোনো মানুষ নিজে আত্মনির্ভরশীল হলে তবেই অন্যকে সাহায্য করার ক্ষমতা অর্জন করে। তারা আরও বলেন, নিজেদের স্বচ্ছতা ও জবাদিহিতার ভিত্তিতে কাজ পরিচালনা করা সম্ভব হলে সমাজের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।


অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নের জন্য পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন।


এ সময় জেলা পূজা কমিটির উপদেষ্টা বিশ্বজিৎ সাহা তনু, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন। 


অনুষ্ঠান শেষে আগত পাচঁ শতাধিক অতিথি দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ নেয়।

Post Top Ad

Responsive Ads Here