ফরিদপুরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় লাখো দর্শক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৮, ২০২০

ফরিদপুরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় লাখো দর্শক

 

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন নগরকান্দা মডেল ক্লাব বনাম লস্কারদিয়া ফুটবল একাদশ। খেলায় লস্কারদিয়া ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে।  বিদেশী খেলোয়ারে ভরপুর দুদলের খেলায় লক্ষাধিক দর্শকের সমাগম ঘটে ফুটবল খেলা দেখতে।  


উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বারের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
 

এসময় অন্যদের মধ্যে ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ.এম মহিউদ্দিন, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ রাসেল, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, চৌধুরী সাব্বির আলী, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, গট্টি যুব সমাজের পক্ষে কাওছার আহম্মেদ, চান মিয়া প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here