চরভদ্রাসনে একত্রিত ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা ও কার্যক্রম শুরু হলো - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ১৩, ২০২১

চরভদ্রাসনে একত্রিত ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা ও কার্যক্রম শুরু হলো



নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে আত্মপ্রকাশ করলো অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক সংগঠন একত্রিত ফাউন্ডেশনের।


বুধবার (১৩ ই জানুয়ারী) সকাল ১১ টা থেকে চরভদ্রাসন বাজারে মাস্ক বিতরন,হ্যান্ড স্যানিটাইজার করাসহ বিভিন্ন প্রচারনামূলক কাজের মাধ্যমে তাদের যাত্র শুরু করে। এসময় তারা চরভদ্রাসন হাইস্কুল এবং হাসপাতালের সামনে একটি করে মানবতার দেওয়াল,ও খুশির ঝুড়ি স্থাপন করে।


একত্রিত ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শাহরিয়ার আহমেদ জানায়,আমরা সম্পূর্ন নিজস্ব অর্থায়নে আমাদের সেবামূলক সংগঠন করেছি। যে কেউ আমাদের সংগঠনের সদস্য হতে পারবে। আমরা চরভদ্রসনের সমাজ ও পরিবেশ উন্নয়নে কাজ করে যাব।


একত্রিত ফাউন্ডেশনের সভাপতি আসাদ খানঁ বলেন,একঝাঁক তরুন-তরুনী নিয়ে আমাদের এগিয়ে চলা। চরভদ্রাসন থেকে মাদক,করোনা মোকাবেলা ও সামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাব।


এসময় আরো উপস্তিত ছিলেন,সামিরা আফরোজ ঐশি,শায়লা,কনা,কাজি সিফাজ,শেখ সুলায়মান,সামির ইসলাম ও জয় ঘোষ।





Post Top Ad

Responsive Ads Here