চরভদ্রাসনে ১৫০ জন গৃহহীনদের হাতে তুলে দেওয়া হলো ঘরের চাবি ও জমির দলিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ২৩, ২০২১

চরভদ্রাসনে ১৫০ জন গৃহহীনদের হাতে তুলে দেওয়া হলো ঘরের চাবি ও জমির দলিল



নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুরের চরভদ্রাসনে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে।


শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গনভবনে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৬৬ হাজার ১শত ৮৯টি ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 চরভদ্রাসন উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন।


 উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসসিন সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম।


এসময় ঘর গৃহীতারা আবেগে আপ্লুত হয়ে যায়।এবং বঙ্গকন্যা শেখ হাসিনার জন্য দোয়া করে।উপকারভোগী ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল, সার্টিফিকেট ও ঘরের চাবি তুলে দেয়া হয়।







Post Top Ad

Responsive Ads Here