কাউখালীতে ৫০ জন গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ২৩, ২০২১

কাউখালীতে ৫০ জন গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান




কাউখালী প্রতিনিধি: ‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পিরোজপুরে কাউখালী উপজেলায় প্রথম পর্যায়ে ৫০ জন ভ‚মিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের জমির দলিল ও চাবি তুলে দিলেন। 

আজ শনিবার সকালে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের জমির দলিল ও চাবি তুলে দিয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস শহীদ, সহ-সভাপতি কামরুজ্জামান মিঠু, সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, নার্গিস আক্তার হাদিয়া, ওসি নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ সামচ্ছুদ্দোহা চাঁন, কাউখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক, জনপ্রতিনিধি এবং যারা ঘর পেয়েছেন।

প্রথম ধাপে নির্মিত ৫০ জন ভ‚মিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমির মালিকানা দিয়ে বিনা পয়সায় দুই কক্ষবিশিষ্ট ঘর মুজিববর্ষের উপহার হিসেবে  প্রদান করা হয়।





Post Top Ad

Responsive Ads Here