ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় সাতব্রীজ ও রামনাগর ডিস লাইন ব্যাবসায়ি মোঃসাইদুর রহমান (৩৫)নামে একজন বৈদ্যুৎ স্পর্শে মারাত্বক আহত হয়.সেই রামনগর গ্রামের খাজা মেম্বরের ছেলে।গত রাতে কে বা কাহারা ডিস লাইনের তার কেটে দেয়। সাইদুর সেই তার ঠিক করার জন্য সকালে সাতব্রীজ ক্যানালের ধারে ডিস লাইনের কাজ করার সময় অন্য মনোস্কো হয়ে অসাবধানতা বশত বৈদ্যুতের তারের সংস্পর্শে এসে যায়।এতে তার শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যায়।এই অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করেন।এখন সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।