নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত, আহত ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২০, ২০২১

নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত, আহত ২



অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন  (৩২) নামের ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময়  ট্রাকের হেলপার শুভ সেখ(২৭) ও আলী হোসেন (৩৭) নামের দুইজন আহত হয়েছে। নিহত ট্রাক চালক রাজবাড়ী  জেলা সদরের গোয়ালন্দ মোড়  এলাকার খলিল হোসেনের ছেলে।

বনপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া জানান, মঙ্গলবার সন্ধা ৭টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন এলাকায়  নাটোর থেকে আসা একটি ভুট্টা বোঝায় ট্রাকের ( ঢাকা মেট্রো ভ ১১-৩১০৪) সামনের চাকা পাংচার হলে বিপরীত দিক থেকে আসা আরেকটি চিনি বোঝাই ট্রাকের ( ঢাকা মেট্রো ট ২০-৪৭৮১)  সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই ভুট্টা বোঝাই ট্রাকের চালক নিহত হন। এসময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে পাঠায়।

পরে নিহত চালকের মরদেহটি বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

Post Top Ad

Responsive Ads Here