আরএমপি কমিশনার ভাল কাজের জন্য পুরস্কৃত করলেন ডিবি পুলিশকে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৫, ২০২১

আরএমপি কমিশনার ভাল কাজের জন্য পুরস্কৃত করলেন ডিবি পুলিশকে



ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী


কোটি টাকার মুল্যের হেরোইন ও মাদক ব্যবসায়ীকে আটক করে মহানগর ডিবি পুলিশ।যার দরুন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরিএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিকি মহানগর ডিবি পুলিশের দলকে পুরস্কার দিয়েছেন। 


বৃহস্পতিবার দুপুরে পুলিশ কমিশনার আরএমপি সদর দপ্তরে মহানগর গোয়েন্দা পুলিশকে উৎসাহিত মূলক পুরস্কার দেন। গত ১৩ এপিল শহিদুল ইসলাম (৩৩) নামের ট্রাক চালককে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। শহিদুল গোদাগাড়ি উপজেলার উজানপাড়া এলাকার মৃত নাইমুল হকের ছেলে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের সদর দফতরে সংবাদ সম্মেলনে হেরোইনসহ গ্রেপ্তার শহিদুলকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।


ওই ভাল কাজের উৎসাহ প্রদানের লক্ষে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি পুলিশ কমিশনার মোঃ রাকিবুল ইসলাম, পুলিশ পরিদশর্ক মোঃ মশিয়ার রহমান, এসআই মোঃ রবিউল ইসলাম, এসআই এএসএম সাইদুজ্জামান ও এএসআই মোঃ কামাল হোসেন-কে পুরস্কার প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল। একটি প্রেসরিলিজের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দস।

Post Top Ad

Responsive Ads Here