ওবায়দুল ইসলাম:
রাজশাহী চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লবের বাড়িতে তিনটি ককটেল ব্লাস্ট হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে আছেন ভাইস চেয়ারম্যান বিপ্লব।তিনি মুঠোফোনে জানান, বিএনপি'র কিছু ক্যাডার বাহিনী এ ঘটনাটি ঘটেছে বলে তিনি ধারণা করছেন।এছাড়া স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যোগসাজশে ঘটনাটি ঘটতে পারে বলে তিনি দাবী করেছেন। তার বাড়িতে বৃদ্ধা মা ও শিশুসহ অনেক সদস্য রয়েছে। তাদের এই ন্যাক্কারজনক হামলা টি যে কোন সময় একটি প্রাণনাশের হুমকির মতো হতে পারত।
ঘটনাসুত্রে জানা যায়, সম্প্রতি বালুরঘাটের রাজত্ব কায়েমের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকারি টেন্ডারের মাধ্যমে রাজশাহী জেলার সুজন নামের এক ব্যক্তি ৬ কোটি ৪৮ হাজার টাকা মূল্যে ঘাঁটি পেয়েছেন। তাকে স্থানীয়ভাবে অনেকেই ব্যবসা করার জন্য প্রস্তাব দেয়,এবং তা নিয়েই রাজত্ব কায়েমের জন্য শুরু হয় নিস্তব্ধ যুদ্ধ।
চারঘাট পৌর সভার কার্য সহকারী মাসুদরানা মোবাইল ফোনের মাধ্যমে তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন।
চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে এবং ঘটনার আসল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।
চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন প্রতিবেদককে জানিয়েছেন ঘটনার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।