আজমিরীগঞ্জে সরকারি চাল পাচারকালে ৬২ বস্তা জব্দসহ আটক ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১৬, ২০২১

আজমিরীগঞ্জে সরকারি চাল পাচারকালে ৬২ বস্তা জব্দসহ আটক ১




হবিগঞ্জ প্রতিনিধি

আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও রোডে 

ভিজিডি কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বিক্রির উদ্দ্যেশ্যে পাচার করা হচ্ছে রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার শিবপাশা গ্রামের অতু মিয়ার পুত্র জাবের মিয়া (৩০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় অবৈধভাবে সরকারি পাচারকালে ৫০ কেজি ওজনের ৬২বস্তায় মোট 

৩,১০০ কেজি চাল জব্দ করা হয়। 


পরে ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুসারে আটককৃত পাচারকারী জাবের মিয়াকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এবং জব্দকৃত চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য

আজমিরীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার এবং আজমিরীগঞ্জ থানার এসআই শওকত এর নেতৃত্বে একদল পুলিশ সহযোগিতা করেন।


Post Top Ad

Responsive Ads Here