হবিগঞ্জে লকডাউনে কঠোর তৎপরতায় ৫৬টি মামলায় ২৬,৫৮০টাকা অর্থদণ্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১৬, ২০২১

হবিগঞ্জে লকডাউনে কঠোর তৎপরতায় ৫৬টি মামলায় ২৬,৫৮০টাকা অর্থদণ্ড

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ

করোনা ভাইরাস প্রতিরোধের জন্য লগডাউনের  সারা দেশের ন্যায় হবিগঞ্জে ২য় দিনে প্রশাসনের তৎপরতা কঠোরভাবে নিয়ন্ত্রণ যা লক্ষনীয়। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাসার বাহিরে চলাচলের কোন সুযোগ দেওয়া হয়নি।


সরকার নির্ধারিত ৭ দিনের লকডাউনে গণ-প্রজ্ঞাপন অমান্য করার দায়ে আজ ২য় দিন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জেলার সকল উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য-বিধির বিধি-নিষেধ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে  ৫৬ টি মামলায় মোট ২৬ হাজার ৫৮০ টাকা জরিমানা করা হয়। সকালথেকে  জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব এবং ভ্রাম্যমান আদালতের তদারকি ছিল বেশ লক্ষনীয়।


এব্যাপারে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন জেলার সকল উপজেলায় সরকার জারিকৃত নির্দেশিকা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য-বিধি নিশ্চিত করণে আমাদের কার্যক্রম পরিচালনা  কঠোর ভাবে নিয়ন্ত্রণ চলমান থাকবে।

Post Top Ad

Responsive Ads Here