ফরিদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৩, ২০২১

ফরিদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত



ফরিদপুর প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। আজ মঙ্গলবার বাদ আসর নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে মহিলারোড বাজার জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এসময় উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. লিয়াকত আলী বুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকতার কবির,, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

 
পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর বাড়িতে গত ৫ এপ্রিল সালথায় সহিংসতার ঘটনায় বিএনপির নেতাকর্মির নামে দেয়া মিথ্যা মামলা দেয়া বিভিন্ন পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন শহিদুল ইসলাম বাবুল। 

 

অপরদিকে মঙ্গলবার বাদ আসর শহর বিএনপির উদ্যোগে শহরের ময়েজ মঞ্জিলে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। এসময় শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা উলামা দলের সভাপতি হাফেজ মওলানা কবির আহমেদ। 

এছাড়া জেলা সহ বিভিন্ন উপজেলাতেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here