![]() |
উপজেলা আওয়ামীলীগ কেন্দ্রীয় অফিসে নেতাকর্মীরা |
নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ ডট কম।
গতকাল মঙ্গলবার(১৩/০৪/২০২১)উপজেলা আওয়ামীগের কেন্দ্রীয় অফিসে ছাত্রলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান এবং সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ, চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হৃদয় এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি রিয়ান ছাত্রলীগের উদ্দেশ্য বলেন, ছাত্রলীগ কোনো অ ছাত্র সংগঠন নয় এখানে ছাত্রলীগ করতে হলে সবাইকে ছাত্র হতে হবে। নিয়মিত পড়াশুনা করতে হবে। সন্ধার পরে বাইরে সময় ব্যয় করা যাবে না। মাদকের সাথে যুক্ত হওয়া যাবে না। তিনি আগামী এক মাসের মধ্যে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণারও কথা বলেন।
চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান আবেগে আপ্লুত হয়ে ছাত্রলীগের কঠিন সময়ের কথা তুলে ধরেন এছাড়া উপজেলা সকল কর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।
এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয়সহ অন্যান্য নেতা কর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।