বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ওমর ফারুখ নামে ৬৫বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সুতিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক একই এলাকার মৃত সমেত মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বনপাড়া-হাটিকুমরুল মহসড়কের সুতিরপাড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ ওমর ফারুক। এসময় নাটোরগামী দ্রæত গতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, প্রাইভেটকারটি চিহ্নিত করার চেষ্টা চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।