হবিগঞ্জে করোনার ২য় ডেজের প্রথম টিকা নিলেন সাংসদ আলহাজ্ব মোঃ আবু জাহির - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০৮, ২০২১

হবিগঞ্জে করোনার ২য় ডেজের প্রথম টিকা নিলেন সাংসদ আলহাজ্ব মোঃ আবু জাহির



হবিগঞ্জ প্রতিনিধি :


হবিগঞ্জে করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবু জাহির বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে দ্বিতীয় ডোজ প্রথমে তিনি নিজের শরীরে গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ভ্যাকসিনের ২য় ডোজের কার্যক্রমের উদ্বোধন করেছেন।  


হবিগঞ্জ জেলা সদর আধুনিক জেলা সদর হাসপাতালের ঠিকাদান কেন্দ্রে আয়োজিত ভ্যাকসিনের ২ ডোজ গ্রহনের অনুষ্ঠানটি পরিচালনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। 


বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম পিপিএম) জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান, হবিগঞ্জ পৌর মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী।  


প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জ-আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবু জাহির বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করোনা মোকবিলার কার্যক্রম পরিচালনা করছে। অনেক দেশের আগেই বাংলাদেশে ভ্যাকসিন এনেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। ভ্যাকসিন সম্পর্কিত অপ-প্রচারকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে শুধু ভ্যাকসিন গ্রহণ করেই শেষ নয়, যেহেতু ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পরও অনেকে আক্রান্ত হয়েছেন সেজন্য, ভ্যাকসিন গ্রহণের পরও সকলকে সতর্ক থাকতে হবে।


Post Top Ad

Responsive Ads Here