এবার ডাকসুর সাবেক ভিপি নুরুের বিরুদ্ধে রাজশাহীতে আরো এক মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২১, ২০২১

এবার ডাকসুর সাবেক ভিপি নুরুের বিরুদ্ধে রাজশাহীতে আরো এক মামলা



ওবায়দুল ইসলাম রবি, রাজশাহীঃ


রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ (রনি) ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর (৩৩) আ’লীগকে নিয়ে ফেসবুকে ও ইউটিউবে অপপ্রচার করেছে।  দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে যুবলীগের স্থানীয় নেতা ও কর্মীরা।  


গত ১৪ এপ্রিল বুধবার বিকাল ৩.৪০ মিনেটে ভিপি নুর তার ব্যক্তিগত ফেসবুক আইডি দিয়ে “প্রকৃত মুসলমান আওয়ামী লীগ সমর্থন করতে পারে না ! ভিপি নুর ” ও আ’লীগ উগ্রবাদীরা আলেম উলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে , তাদের চরিত্র হরণ করছে , এরা মুসলমান হতে পারে না” এই রকম ষ্ট্রাটাস দিয়েছে বলে গনমাধ্যকে নিশ্চিত করেছ মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ (রনি)।


বুধবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় বোয়ালিয়া মডেল থানায় এই মামলা দায়ের করেছেন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ (রনি)। ফেসবুকে লিখা ওই পোস্টটি ভিপি নুরের। বিবাদীর আইডি মাধ্যমে বাংলাদেশ আ’লীগ দল এবং বর্তমান সরকার সম্পর্কে মিথ্যা , বানোয়াট মন্তব্য করেছে। বিবাদীর পোষ্ট গুলো সংরক্ষন রয়েছে বলে জানান যুবলীগ সম্পাদক। এছাড়া ফেসবুক আইডি দিয়ে লাইভে ভিপি নুর বলেছ, “কোন মুসলমান আ’লীগ করতে পারে না , যারা আ’লীগ করে তারা চাঁদাবাজ , মাদক ব্যবসায়ী ” সহ আরো অনেক অপপ্রচার করেছে। উক্ত বিষয়ে ইউটিউব অনলাইন মাধ্যমেও ব্যাপকভাবে প্রচার হয়েছে। বাংলাদেশ আ’লীগকে নিয়ে মিথ্যা আক্রমণাতœক তথ্য-উপাত্ত ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোষ্ট ও ভিডিও চিত্র প্রচার করে বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, বিদ্বেষ এবং আইন শৃঙ্খলা অবনতি ঘটানাের অপচেষ্টা করেছে। যা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটার সম্ভবনা রয়েছে।


রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি গনমাধ্যকে জানান- ভিপি নুর তার ফেসবুক লাইভে সে সকল কথা বলছে সে হিসাবে ভিপি নুরের একজন নাস্তিক এমন  সন্দহ হচ্ছে। নগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ যুবলীগের নেতাকর্মীদের সাথে আলোচনা করে এই মামলা করা হয়েছে। 


বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্রবর্মন বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে মহানগর যুবলীগ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। এই মামলার আয়ু হিসাবে সিনিয়র অফিসার নিয়োগ দেয়া হয়েছে। তথ্য-উপাত্ত তদন্ত সাপেক্ষে ভিপি নুরের দোষি প্রমান হলে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে গ্রেফতার করা হবে। ওই সময় মহানগর যযুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here