পেট্রোবাংলার তেল শোধনাগারে অগ্নিকান্ড, আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ০৯, ২০২১

পেট্রোবাংলার তেল শোধনাগারে অগ্নিকান্ড, আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণ



 হবিগঞ্জ প্রতিনিধি


হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে পেট্রোল উৎপাদনকারী পেট্রো বাংলার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকান্ড । বুধবার রাত ১২টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও'র রশিদপুর গ‌্যাস ফিল্ডের পেট্রোল উৎপাদনকারী পেট্রো বাংলার তেল শোধনাগারে এ আগুনের সূত্রপাত ঘটে। মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে 

পড়ে। আগুনের লেলিহান শিখায় আশ-পাশের  ৬/৭ টি গ্রামের মানুষদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে, তাৎক্ষণিক হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের কর্মীদের সাহসী ভূমিকার চেষ্টায় আড়াই ঘন্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণ।  


বাহুবল বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আগুন লাগার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তবে এখন তাৎক্ষনিক ভাবে কিছু সঠিক ভাবে বলতে পারছি না। 

রশিদপুরে কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্টের জেনারেল ম্যানেজার রুনকুল ইসলাম জানান, কীভাবে আগুনের সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক ভাবে তা এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না। 

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, আগুন বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে। আমরা রাতে একটি কনটেইনারে কিছু পুড়ে যাওয়া মালামাল উদ্ধারের কাজ করছি। স্টেশনের বার্নফিড বাতায়নের সময় ম‌্যানুয়ালে গ‌্যাস থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে এখন বলা সম্ভব নয় এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরই সবকিছু সঠিকভাবে জানা যাবে।

Post Top Ad

Responsive Ads Here