সিসি ফুটেজের মাধ্যমে চুরী হওয়া টাকা ঊদ্ধার,বিভিন্ন অপরাধ এখন প্রায় শূন্যের কোঠায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ৩১, ২০২১

সিসি ফুটেজের মাধ্যমে চুরী হওয়া টাকা ঊদ্ধার,বিভিন্ন অপরাধ এখন প্রায় শূন্যের কোঠায়


 


রাজশাহী প্রতিনিধিঃ


আরএমপি’র সিসিটিভির ভিডিও ফুটেজের মাধ্যমে টাকাসহ আটক হলো এক প্রতারাক। সিসি ফুটেজ সূত্র ধরে রাজপাড়া থানার ডিংগাডোবা এলাকায় অভিযান চালিয়ে অটোরিক্সা চালক মোঃ আনোয়ার হোসেন (৩২)কে খোয়া যাওয়া ২,৯৪,০০০ টাকা ব্যাগসহ গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। 


সেমবার এক সংবাদ সম্মেলনে আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক নির্দেশনার বলেন, নগরীতে অপরাধ প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে মহানগরজুড়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ধারাবাহিকতায় সুফল ভোগ করছে মহানগরবাসী। বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দূর্ঘটনার কারণ, হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার, চুরি, ছিনতাইসহ অনেক সমস্যা দ্রুত সমাধান করছে আরএমপি। 


ঘটনাসূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২১ সকাল ৭.১২ টায় মোক্তাদির আহমেদ (৪৯) রাজপাড়া থানার বহরমপুর মোড় হতে ভদ্রা যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিক্সায় উঠেন। তার কাছে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগে নগদ ২,৯৪,০০০ টাকা, তার মোবাইল ফোন নম্বর, অফিসের আইডি কার্ড এবং তার বাড়ী ও অফিসের চাবি ছিল। মোক্তাদির আহমেদ সকাল অনুমান ৭.৩০ টায় ভদ্রা মোড়ে পৌঁছে। এরপর সে ভদ্রা বাস কাউন্টারে যাওয়ার সাথে সাথেই টাকার ব্যাগসহ অটোরিক্সা চালক উধাও হয়ে যায়। সে অটোরিক্সাটি আশপাশ অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বোয়ালিয়া মডেল থানায় জিডি করেন পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক মহোদয়কে বিষয়টি অবগত করেন সেইসাথে টাকাসহ ব্যাগ উদ্ধারের অনুরোধ করেন।


পুলিশ কমিশনার বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ সিনিয়র সহকারি পুলিশ কমিশনার জনাব উৎপল কুমার চৌধুরীকে অটোরিক্সা চালক আটক করে টাকা উদ্ধারের নির্দেশ প্রদান করেন। সাইবার ক্রাইম ইউনিট দ্রুততার সাথে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করে অটোরিক্সা চালককে সনাক্ত করে। পরবর্তীতে আজ ৩১ মে ২০২১ সকাল ১০ টায় বোয়ালিয়া মডের থানার এসআই গোলাম মোস্তফা, এসআই উত্তম কুমার রায় রাজপাড়া থানার ডিংগাডোবা মোড় হতে অটোরিক্সার চালক মোঃ আনোয়ার হোসেন (৩২),তার অটোরিক্সাসহ আটক করেন। আটককৃত অটোরিক্সা চালকের নাম মোঃ আনোয়ার হোসেন (৩২)। 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন টাকাসহ ব্যাগ পাওয়ার কথা অস্বীকার করে। পরবর্তীতে তাকে সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখানো হলে সে টাকার ব্যাগ পাওয়ার কথা স্বীকার করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া রেললাইনের ধারে মোঃ আনোয়ার হোসেনের বাড়ী হতে ২,৯৪,০০০-(দুই লক্ষ চুরানব্বই হাজার) টাকা ও কালো ব্যাগ, আইডি কার্ড, চাবি উদ্ধার করা হয়। টাকার ব্যাগের মালিক মোক্তাদির আহমেদের ফোন নম্বর ছিল। সে তার সাথে কোন যোগাযোগ করেনি। এতে প্রতীয়মান হয় অটোরিক্সার চালকের অনৈতিক উদ্দেশ্যে ছিল।

Post Top Ad

Responsive Ads Here