সময় সংবাদ ডেস্কঃ
রাজধানীর মহাখালী এলাকায় ড্রামের ভেতর এক যুবকের হাত, পা ও মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধারের পর এবার তার মাথা উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে বনানী লেক থেকে এটি উদ্ধার করা হয়। বনানী থানার এস আই রাজিব ডেইলি বাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বনানী লেকে পাওয়া মাথাটি রোববার রাতে মহাখালীর আমতলী এলাকায় হাত-পা ও মাথাবিহীন পাওয়া যাওয়া মরদেহটির মাথা বলেই প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।
এর আগে রোববার রাতে মহাখালীর আমতলীতে রাস্তার পাশে ড্রামের মধ্যে থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ পাওয়া যায়। সে সময় তার হাত-পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।
এদিকে সোমবার সকালে তার মরদেহের পরিচয় শনাক্তের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পাঞ্চল থানার ওসি বিপ্লব কিশোর শীল।
তিনি বলেন, নিহত ওই ব্যক্তির নাম ময়না মিয়া (৩৮)। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তিনি দুটি বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি কিশোরগঞ্জে। তিনি প্রথম স্ত্রী শিল্পীকে নিয়ে ঢাকায় থাকতেন বলে আমরা জানতে পেরেছি।

