বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত এক ভিক্ষুকের আশ্রয় স্থান থেকে ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় সদ্য ও আকস্মিক নিরুদ্দেশ হওয়া ষাটোর্ধ বয়সী নারী ভিক্ষুকের আশ্রয় স্থান বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন গাছতলায় আবর্জনা থেকে ব্যাগটি খূঁজে পায় বনপাড়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মী রতন বাশফোর।
স্থানীয় জানান, কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই ভিক্ষুক সপ্তাহ খানেক ধরে ওই গাছতলায় অবস্থান করছিলেন। গত দুই দিন যাবত তাকে কোথাও দেখা যাচ্ছে না।
পরিচ্ছন্ন কর্মী রতন জানান, আবর্জনা পরিস্কার করতে এসে পরিত্যক্ত পলিথিনের স্তুপ থেকে ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ ভর্তি এই টাকা তিনি পান। পরে সাংবাদিক ও পৌর কর্মচারীদের সামনে ব্যাগটি খুলে ২ থেকে ১০০ টাকার মধ্যে বিভিন্ন টাকার নোট এবং ২ ও ৫ টাকার কয়েন সর্বমোট ১৬ হাজার ২শত ১০ টাকা উদ্ধার করা হয়।
বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, টাকা গুলো আমার তত্বাবধানে সংরক্ষণ করা রয়েছে। ওই ভিক্ষুককে খুঁজে পেলে তাকে ফেরত দেয়া হবে।

