সময় সংবাদ ডেস্কঃ
রাজধানীর মহাখালী আমতলী এলাকায় ড্রামের ভেতর এক যুবকের হাত, পা ও মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধারের পর মহাখালী বাস টার্মিনালে বস্তায় মিলেছে দুই হাত ও দুই পা।
উদ্ধারের পর রোববার রাত ১টার দিকে পুলিশ হাত ও পা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে এখনো মরদেহের মাথার সন্ধান পাওয়া যায়নি।
মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির এসআই হারুন অর রশিদ জানান, রোববার রাতে মহাখালী বাস টার্মিনালের ভেতরে এনা বাস কাউন্টারের সামনে থেকে একটি ব্যাগ ভর্তি দুই হাত ও দুই পা পাওয়া যায়। অজ্ঞাতনামা কোনো ব্যক্তি যাত্রী বেসে ব্যাগে করে হাত পা চারটি বাস কাউন্টারের সামনে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এগুলো মহাখালী আমতলী থেকে উদ্ধার হওয়া ব্যক্তির বিচ্ছিন্ন হাত পা বলে মনে হচ্ছে। এ বিষয়টি থানা-পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

