সময় সংবাদ ডেস্কঃ
ক্যাপ্টেনসি করলেন কি করলেন না, সেটা ধর্তব্য নয়। তার দলে থাকাই অনেক কিছু। পুরো দল চাঙ্গা হয়ে যায়। তাই মাশরাফি বিন মর্তুজাকে দলে পেতে চান সবাই। দলকে উজ্জীবিত-অনুপ্রাণিত করার অসাধারণ ক্ষমতা আছে সাবেক এই অধিনায়কের।
কিন্তু এবার প্রথম থেকে দলে নেই মাশরাফি। আজ (সোমবার) দুপুরে শেরে বাংলায় দলের প্রধান তারকা মাশরাফিকে ছাড়াই খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে ২২ রানে নিজেদের প্রথম ম্যাচ জিতলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
দুপুরে শুরু হওয়া এ ম্যাচের প্রথম সেশনে শেখ জামাল ১৬৬ রানের বড় পুঁজি পায় দুই ওপেনার মোহাম্মদ আশরাফুল ও সৈকত আলীর দৃঢ়তায়। দুজনই ৩৮ রানের দুটি কার্যকর ইনিংস উপহার দেন। রান সমানই শুধু নয়, আশরাফুল আর সৈকত খেলেছেনও সমান ২৬ বল।
এর বাইরে অধিনায়ক নুরুল হাসান সোহান (২২), তানভীর হায়দার (১৭) আর এনামুল হকের (তিন ছক্কায় ৫ বলে অপরাজিত ২০) ঝড়ো ব্যাটিংয়ে ১৬৬ রানের লড়াকু পুঁজি পায় শেখ জামাল।
পরে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি বল হাতে জ্বলে ওঠায় শেখ জামাল পায় সহজ জয়। ইলিয়াস সানি ৪ ওভারের স্পেলে ১৮ রানে ৩ উইকেটের পতন ঘটান। তার সাথে সালাউদ্দীন শাকিলও ২ উইকেট পেলে খেলাঘর সমাজ কল্যাণের ইনিংস থামে ১৪৪ রানে।
খেলাঘর সমাজ কল্যাণের পক্ষে সর্বাধিক ২৬ রান (২০ বলে) করেন ওপেনার ইমতিয়াজ তান্না। এছাড়া ফরহাদ হোসেন ১৯ বলে ২০, সালমান হোসেন ১৮ বলে ২১ করেন।
সাত নম্বরে নেমে মাসুম খান ১২ বলে ১ চার আর ২ ছক্কায় ২২ রানের ইনিংস খেলেন। তবে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পাঁচ নম্বরে ২০ বলে ১৪ রানের ধীরগতির ইনিংস খেলে দলকে বিপদে ফেলেছেন।

