পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ৩১, ২০২১

পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত



পিরোজপুর প্রতিনিধি:

 পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্ট বালক(অনুর্ধ্ব-১৭) সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকালে  কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩নং কাউখালী সদর ইউনিয়নকে এক গোলে পরাজিত করে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিজয়ী হয়।  এর আগে সকালে ট্রাইবেকারে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন ৩-২ গোলে ৫নং শিয়ালকাঠী ইউনিয়নকে পরাজিত করে এবং  ট্রাইবেকারে ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন ৩-২ গোলে ২নং আমরাজুড়ী ইউনিয়নকে পরাজিত করে। 

 খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা । 

এছাড়া খেলায় বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ওসি মোঃ বনী আমিন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, মাহমুদ খান খোকন, সিকদার মোঃ দেলোয়ার হোসেন, এলিজা সাঈদ, শেখ সামচ্ছুদ্দোহা চাঁন সহ আরও অনেকে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন লিটন কৃষ্ণ কর। 


Post Top Ad

Responsive Ads Here