মামুনুল হকের অ্যাকাউন্টে বছরে ৬ কোটি টাকার লেনদেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ৩০, ২০২১

মামুনুল হকের অ্যাকাউন্টে বছরে ৬ কোটি টাকার লেনদেন




সময় সংবাদ ডেস্কঃ


 হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে প্রায় ৬ কোটি টাকা লেনদেন হয়েছে বলে তথ্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার ডিবি কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম এ তথ্য জানান।

তিনি বলেন, নাশকতা মামলায় হেফাজতের কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের অর্থনৈতিক নথিপত্র যাচাই-বাছাই করছি। পর্যবেক্ষণে মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে প্রায় ৬ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। গ্রেফতার হওয়া সংগঠনটির অর্থ সম্পাদক কাসেমীর কাছেও বেশকিছু অ্যাকাউন্ট পেয়েছি। এসব অ্যাকাউন্ট নিয়েও তদন্ত করা হচ্ছে।


প্রবাসী বাংলাদেশিরা মাদরাসা ও মাদরাসার শিক্ষার্থীদের বিভিন্ন কাজের জন্য হেফাজতে ইসলামীর নেতাদের কাছে দান করে থাকেন। এছাড়াও হেফাজতের জন্যও কিছু কিছু টাকা আসতো। কিন্তু যেসব কাজে অর্থ আসছে তা সেই কাজে ব্যবহার না করে সংগঠনটির নেতারা নিজের প্রয়োজনে ইচ্ছামতো খরচ করতেন। টাকাগুলো রাজনৈতিক কর্মকাণ্ডেও ব্যবহার করা হয়েছে। সংগঠনের টাকা দিয়ে অনেক নেতা বাড়ি-গাড়িও করেছেন।

Post Top Ad

Responsive Ads Here