মার্চ-এপ্রিলে সাব-রেজিস্ট্রি অফিসে ১৩৫৪ কোটি টাকা রাজস্ব আদায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০২, ২০২১

মার্চ-এপ্রিলে সাব-রেজিস্ট্রি অফিসে ১৩৫৪ কোটি টাকা রাজস্ব আদায়


 


সময় সংবাদ ডেস্কঃ


কোভিড-১৯ মহামারির মধ্যেও গত মার্চ ও এপ্রিল মাসে সাব-রেজিস্ট্রি অফিসগুলো ১ হাজার ৩৫৪ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৯৭১ টাকা রাজস্ব আদায় করেছে। এর মধ্যে কেবল মার্চ মাসে রাজস্ব আদায় করেছে ৯৫০ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ২৭৫ টাকা। এপ্রিল মাসে রাজস্ব আদায় হয়েছে ৪০৩ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৬৯৬ টাকা।

গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্চ ও এপ্রিল মাসে উক্ত রাজস্ব আদায়ে দলিল সম্পাদন হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৩৪০টি। এর মধ্যে মার্চ মাসে ৩ লাখ ৫১ হাজার ৩১৫টি এবং এপ্রিল মাসে ১ লাখ ২৮ হাজার ২৫টি দলিল সম্পাদন হয়েছে।


মার্চ মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাগুলো হচ্ছে- যথাক্রমে ঢাকা জেলা ২১৯ কোটি ৬৮ লাখ ২৬ হাজার ৬৭১ টাকা, চট্টগ্রাম জেলা কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১৮৮ টাকা, গাজীপুর জেলা ৬৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৫১৭ টাকা, নারায়ণগঞ্জ জেলা ৫৭ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৯০১ টাকা।

এপ্রিল মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাগুলো হচ্ছে- যথাক্রমে ঢাকা জেলা ৯৯ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৪৪৬ টাকা, চট্টগ্রাম জেলা ৪৩ কোটি ২৩ লাখ ৪ হাজার ৬১৭ টাকা, গাজীপুর জেলা ২৭ কোটি ৯১ লাখ ২ হাজার ৭৫১ টাকা টাকা, নারায়ণগঞ্জ জেলা ২৫ কোটি ১০ লাখ ৮৭৩ টাকা।

Post Top Ad

Responsive Ads Here