১৪ মেগা প্রকল্পে বরাদ্দ ৫৮ হাজার কোটি টাকা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০৩, ২০২১

১৪ মেগা প্রকল্পে বরাদ্দ ৫৮ হাজার কোটি টাকা


 

সময় সংবাদ ডেস্কঃ


২০২১-২২ অর্থবছরের প্রায় ৫৮ হাজার কোটি টাকা বরাদ্দ পাচ্ছে ১৪টি মেগা প্রকল্প আগামী। এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সর্বনিম্ন পায়রা গভীর সমুদ্র বন্দরের আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালনা প্রকল্প। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সুনির্দিষ্টভাবে প্রকল্পগুলোতে বরাদ্দ দেয়া হচ্ছে ৫৭ হাজার ৯৯০ কোটি ১৯ লাখ টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত এডিপিতে (আরএডিপি) এসব প্রকল্পের অনুকূলে বরাদ্দ রয়েছে ৩৯ হাজার ৯৭৯ কোটি ৬৯ লাখ টাকা। সে হিসেবে ২০২১-২২ অর্থবছরে এসব প্রকল্পে বরাদ্দ বাড়ছে ১৮ হাজার ১০ কোটি ৫ লাখ টাকা।


অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বড় অঙ্কের বরাদ্দ পাওয়া ১৪টি মেগা প্রকল্প হলো- পদ্মাসেতু, মেট্রোরেল-লাইন ৬, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী টানেল, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রজেক্ট, পদ্মাসেতুতে রেল সংযোগ, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণ, ডিপিডিসি এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও উন্নয়ন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ এবং দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে ঘুমধুম পর্যন্ত সিংগেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্প।


পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এই ১৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৬০৬ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে শুরু থেকে গত বছরের জুন পর্যন্ত এসব প্রকল্পে ব্যয় হয়েছে ১ লাখ ৭ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকা। আগামী অর্থবছরেও বড় একটি অঙ্ক বরাদ্দ থাকছে এসব প্রকল্পের জন্য।



কোন প্রকল্পে বরাদ্দ কত

মেগা প্রকল্পগুলোর মধ্যে ২০২১-২২ অর্থবছরের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। ২০২০-২১ অর্থবছরর সংশোধিত এডিপিতে এ প্রকল্পে বরাদ্দ আছে ১০ হাজার ১৬৬ কোটি ৭৮ লাখ টাকা। সে হিসেবে প্রকল্পটিতে বরাদ্দ বাড়ছে ৮ হাজার ২৫৯ কোটি ৩৮ লাখ টাকা। অন্যদিকে সবচেয়ে কম বরাদ্দ দেয়া পায়রা গভীর সমুদ্র বন্দরের আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালনা প্রকল্প পাচ্ছে ৩০০ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বরাদ্দ আছে ৬৫১ কোটি ৬৭ লাখ টাকা। এক্ষেত্রে বরাদ্দ কমছে ৩৫১ কোটি ৬৭ লাখ টাকা।


বাকি প্রকল্পগুলোর মধ্যে পদ্মাসেতু প্রকল্পে চলতি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দ আছে দুই হাজার ৯৯ কোটি ৯২ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরের এডিপিতে প্রস্তাব করা হচ্ছে তিন হাজার ৫০০ কোটি টাকা। এক্ষেত্রে বরাদ্দ বাড়ছে এক হাজার ৪৬৪ লাখ টাকা। কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ আছে এক হাজার ৪২৫ কোটি টাকা। নতুন ২০২১-২২ অর্থবছরের বাজেটে প্রস্তাব করা হচ্ছে এক হাজার ৬৫০ কোটি টাকা। বরাদ্দ বাড়ছে ২২৫ কোটি টাকা।


ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে চলতি অর্থবছরে বরাদ্দ আছে ৭১৪ কোটি ৯৩ লাখ টাকা। নতুন বরাদ্দ প্রস্তাব করা হচ্ছে তিন হাজার ২২৭ কোটি টাকা ২০ লাখ টাকা। এক্ষেত্রে বরাদ্দ বাড়ছে দুই হাজার ৫১২ কোটি ২৭ লাখ টাকা। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ রয়েছে চার হাজার ২০০ কোটি টাকা। নতুন বরাদ্দ প্রস্তাব করা হচ্ছে ছয় হাজার ১৬২ কোটি টাকা। এক্ষেত্রেও বাড়ছে এক হাজার ৯৬২ কোটি টাকা।


সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রজেক্টে বরাদ্দ আছে ২৫৭ কোটি ৪৪ লাখ টাকা। নতুন এডিপিতে প্রস্তাব করা হচ্ছে ৫৬৪ কোটি ৮০ লাখ টাকা। এক্ষেত্রে বাড়ছে ৩০৭ কোটি ৩৬ লাখ টাকা। দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে ঘুমধুম পর্যন্ত সিংগেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পে বরাদ্দ রয়েছে ৯৯০ কোটি টাকা। বাজেটে প্রস্তাব করা হচ্ছে এক হাজার ৪২৫ কোটি টাকা। এক্ষেত্রে বরাদ্দ বাড়ছে ৪৩৫ কোটি টাকা।


চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দ রয়েছে ৩ হাজার ৩৯৬ কোটি টাকা। আগামী বাজেটে বরাদ্দ থাকছে ৫ হাজার ৫৩ কোটি টাকা। এক্ষেত্রে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৬৫৭ কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ প্রকল্পে চলতি অর্থবছরে বরাদ্দ আছে ২ হাজার ৫৭ কোটি ৭৫ লাখ টাকা। আগামী বাজেটে প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৫৮০ কোটি টাকা। এ ক্ষেত্রে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৫২২ কোটি ২৫ লাখ টাকা।


ডিপিডিসি এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পে এ বছর বরাদ্দ আছে ৮৫১ কোটি ২৬ লাখ টাকা। আগামী বাজেটে দেয়া হচ্ছে ৩ হাজার ৫১ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ ২ হাজার ১৯৯ কোটি ৮৫ লাখ টাকা বেড়ে আগের প্রায় সাড়ে তিন গুণ হচ্ছে এই বরাদ্দ। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে সংশোধিত এডিপিতে বরাদ্দ রয়েছে ২ হাজার ১৭১ কোটি ২৫ লাখ টাকা। আগামী অর্থবছরের জন্য দেয়া হচ্ছে ২ হাজার ৮২৭ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে। এক্ষেত্রেও বরাদ্দ বাড়ছে ৬৫৬ কোটি ২৭ লাখ টাকা।


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও মেগা প্রকল্পগুলো চালিয়ে যেতে চায় সরকার। সে কারণেই ২০২১-২২ অর্থবছরের বাজেটে মেগা প্রকল্পগুলোর অনুকূলে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। প্রকল্প সংশ্লিস্ট মন্ত্রণালয় থেকে যে পরিমাণ চাহিদা দেয়া হয়েছে, ততটাই বরাদ্দ দেয়া হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here