টাঙ্গাইলে পাঁচ লাখ ১৫ হাজার শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০৩, ২০২১

টাঙ্গাইলে পাঁচ লাখ ১৫ হাজার শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল



টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার পাঁচ লাখ ১৫ হাজার ৮৪০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু করতে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (৩ জুন) সকালে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশনে এ তথ্য জানান টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান। 

তিনি জানান, আগামি শনিবার (৫ জুন) থেকে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ৪৫ শিশুর মধ্যে একটি করে নীল রংয়ের (এক লাখ আই ইউ) ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৫৬ হাজার ৭৯৫ শিশুর মাঝে লাল রংয়ের (দুই লাখ আই ইউ) ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। পরিচালিত কার্যক্রমে প্রত্যেকটি ওয়ার্ডে ৮টি করে ও জেলায় মোট তিন হাজার ১০টি কেন্দ্রে সাত হাজার ২৩৭ জন কর্মী নিয়োজিত থাকবে। প্রত্যেকটি কেন্দ্রে সহজে চেনার জন্য পুষ্টি পতাকা টাঙানো থাকবে। 

তিনি আরও জানান, দুইদিন ব্যতিত চার দিন নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে দুই ধরনের ভিটামিন এ প্লাস ক্যাপসুল, প্রয়োজনীয় মাস্ক, কাঁচি, পুষ্টি পতাকা ও অন্যান্য লজিস্টিক সরবরাহ করা হয়েছে। আগামি শনিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে জেলা পর্যায়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। 

জেলা সিভিল সার্জনের সভাকক্ষে আয়োজিত ওরিয়েন্টেশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন মো. শামীম হুসাইন চৌধুরী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সিভিল সার্জন অফিসের সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ।

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




Post Top Ad

Responsive Ads Here