বিড়াল, কবুতর দেখলেই হত্যার নির্দেশ কিমের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০৩, ২০২১

বিড়াল, কবুতর দেখলেই হত্যার নির্দেশ কিমের



সময় সংবাদ ডেস্কঃ


 উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন (Kim Jong-un) যে একজন অত্যন্ত নিষ্ঠুর, বর্বর মানুষ সে কথা আমরা আন্তর্জাতিক বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জেনেছি। ক্ষমতা পিপাসু এবং অত্যন্ত নিষ্ঠুর কিম ক্ষমতার রাশ হাতে রাখতে নিজের সৎ ভাইকে হত্যা করেন বলেও অভিযোগ। এবার তার নিষ্ঠুরতার মাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে ছাড়িয়ে গেল। অন্য দেশের সীমান্ত পার হয়ে কোনও বিড়াল ও কবুতর উত্তর কোরিয়ায় প্রবেশ করলে গুলি করে হত্যা নির্দেশ দিয়েছেন তিনি। কিম জং উন তার দেশের সেনাকে নির্দেশ দিয়েছেন, অন্য দেশের সীমান্ত থেকে আসা সমস্ত বিড়াল ও পায়রা গুলি করে হত্যা করতে হবে। কিমের ধারণা, বিড়াল ও কবুতর উত্তর কোরিয়ায় মারণ করোনাভাইরাস ছড়াচ্ছে। কিমের দাবি, সীমান্ত পেরিয়ে চিন থেকে করোনা আমদানি করছে বিড়াল ও পায়রা। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ায় করোনা কিভাবে ছড়াল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে প্রশাসন। আর সেই তদন্তের রিপোর্টে বিড়াল- কুবতরদের দায়ী করা হয়েছে। এরপরেই কিমের নির্দেশ, চিনের সীমান্ত টপকে কোনও পাখি বা পশু যদি উত্তর কোরিয়ায় ঢুকলে সেটিকে যেন গুলি করে মেরে ফেলা হয়। জানা যায়, একটি পরিবার বাড়িতে বিড়াল পোষার জন্য ইতিমধ্যে প্রশাসনের রোষের মুখে পড়েছে। ওই পরিবারকে শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি, ২০ দিন আইসোলেশনে রাখা হয়েছিল তাদের। উত্তর কোরিয়ার প্রশাসন স্থানীয়দের ওপর পশু-পাখি মারার জন্য চাপ দিচ্ছে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম। প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্বৈরাচারী শাসক কিমের এই নির্দেশে ক্ষুব্ধ দেশের জনগণের একাংশ। তবে উত্তর কোরিয়ায় কিমের কথাই শেষ কথা। তার অনুমতি ছাড়া সেখানে পাখিও ডানা ঝাপটাতে পারে না! 

 টাইমস নাও নিউজ



Post Top Ad

Responsive Ads Here