টাঙ্গাইলে করোনায় আরও এক জনের মৃত্যু, আক্রান্ত ৪৬ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১১, ২০২১

টাঙ্গাইলে করোনায় আরও এক জনের মৃত্যু, আক্রান্ত ৪৬



টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে মোট ৯১ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৫টি নমুনা পরীক্ষায় জেলায় ৪৬জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৮জন, দেলদুয়ারে এক জন, মির্জাপুরে তিন জন, বাসাইলে তিন জন, কালিহাতী ১২ জন, ঘাটাইলে এক জন, মধুপুরে এক জন, ভূঞাপুরে তিন জন ও গোপালপুরে চার জন রয়েছে। 

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩২২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে চার হাজার ৩০২ জন। 

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৩৩০ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৩৮জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬০জন। বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে আইসিউ বেডে ৬জন ও জেনারেল বেডে ৮জন নিয়ে মোট ১৪জন চিকিৎসাধীন রয়েছে।


Post Top Ad

Responsive Ads Here