এবার উত্তরাখণ্ড নদীতেও ভেসে আসছে মরদেহ, ছিঁড়ে খাচ্ছে কুকুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০২, ২০২১

এবার উত্তরাখণ্ড নদীতেও ভেসে আসছে মরদেহ, ছিঁড়ে খাচ্ছে কুকুর


 


সময় সংবাদ ডেস্কঃ


ভারতে মহামারি করোনার সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও এখনো কমেনি এর ভয়াবহতা। দেশটির বিহার ও উত্তর প্রদেশ রাজ্যের পর এবার উত্তরাখণ্ডের নদীতেও ভেসে আসছে ‍কোভিডে মৃতদের মরদেহ। আর নদীর পাড়ে সেগুলো ছিঁড়ে খাচ্ছে কুকুর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, কিছুদিন ধরে উত্তরাখণ্ডের উত্তরকাশীর ভাগীরথী নদীর কেদার ঘাটে মরদেহ ভেসে আসছে।


স্থানীয় বাসিন্দারা বলছেন, এইসব মরদেহের কিছু কিছু অর্ধেক পোড়া। বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় ঢেউয়ের ধাক্কায় সেগুলো পাড়ে উঠে আসে।


স্থানীয় একজন বলেন, ‘গতকাল ‍আমি নদীর পাড়ে ছবি আঁকছিলাম। দেখলাম সেখানে কুকুরের দল অর্ধদগ্ধ লাশ নিয়ে টানাটানি করছে এবং সেগুলো ছিঁড়ে খাচ্ছে।’


‘জেলা প্রশাসন এবং পৌর কর্পোরেশনের উচিত ছিল এ বিষয়ে খোঁজখবর রাখা এবং দ্রুত ব্যবস্থা নেয়া। এটি উদ্বেগের বিষয়। আমার মনে হয়েছে, মানবতার মৃত্যু ঘটেছে।’


আরেক বাসিন্দা বলেন, তার সন্দেহ এগুলো কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ। যাদেরকে মাটিচাপা দেয়া হয়েছিল।


তিনি বলেন, ‘এগুলো থেকে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রশাসনের কাছে অনুরোধ, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।’


স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনকে মরদেহ ভেসে আসার খবর দেয়া হলেও সেগুলো সরিয়ে ফেলার জন্য এখন পর্যন্ত কোনও উদ্যোগ নেয়া হয়নি।


তবে পৌরসভার প্রেসিডেন্ট রমেশ সেমওয়াল বলেন, স্থানীয়দের কাছ থেকে ‍অভিযোগ পাওয়ার পর কেদার ঘাটে নদীতে ভেসে আসা অর্ধদগ্ধ মৃতদেহগুলো কবর দিতে একজনকে সেখানে পাঠানো হয়েছে।


তিনি বলেন, ‘‘গত কয়েকদিন ধরে আমাদের এলাকায় মানুষের মৃত্যু বেড়ে গেছে। আমার কাছেও মরদেহ ঠিকমত না পোড়ানোর খবর আসছে। তাই আমি প্রশাসনকে নির্দেশ ‍দিয়েছি, তারা যেন কেদার ঘাটে আধাপোড়া দেহগুলো করব দেয়ার ব্যবস্থা করে।


কয়েক সপ্তাহ ‌আগে বিহার এবং উত্তর প্রদেশে গঙ্গা নদীতে এভাবে মৃতদেহ ভেসে আসার ঘটনা ঘটে। তখন বলা হয়েছিল, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়ার ব্যক্তিদের স্বজনরা ‍মৃতদেহ সৎকার করতে না পেরে সেগুলো নদীতে ভাসিয়ে দিচ্ছে।


যার জেরে গত মাসে ভারতের কেন্দ্র সরকার থেকে প্রশাসনকে মৃতদেহ নদীতে ভাসিয়ে দেয়া বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

Post Top Ad

Responsive Ads Here