রেলপথ নেটওয়ার্কে আসতে চায় সুনামগঞ্জের দোয়ারাবাজারবাসী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০২, ২০২১

রেলপথ নেটওয়ার্কে আসতে চায় সুনামগঞ্জের দোয়ারাবাজারবাসী


 



হারুন-অর-রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃ


যুগের পর যুগ অবহেলিত দোয়ারাবাজারবাসীর আশার আলো থাকলেও রেলপথ নির্মাণের স্বপ্ন দীর্ঘদিনের। পণ্য ও জনপরিবহণে রেলপথ নেটওয়ার্কে আসতে চায় সুনামগঞ্জের দোয়ারাবাজারবাসী। তৎকালীন প্রয়াত রেল মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সুনামগঞ্জে রেললাইন স্থাপনের যে নক্সা করেছিল তাতে দোয়ারাবাজারের স্বার্থ বিগ্নিত হয়নি। যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের প্রথম রাষ্ট্র প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে প্রথম যে বৃহত্তর একটি কাজ করেছিল সেটা ছিল দোয়ারাবাজারে সুরমা নদীর উপর পান্ডার খাল বাঁধ। সেখানেও ছিল দোয়ারাবাজারের উন্নয়নে যোগাযোগ বৃদ্ধি প্রসারের সাথে রেললাইন সংযোগ। মুক্তিযুদ্ধের হাজারো স্মৃতি বিজড়িত দোয়ারাবাজার। ৮শতাধিক মুক্তিযোদ্ধার সাথে দুই জন বীরপ্রতীক। বিশিষ্ট দার্শনিক ও জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ চৌধুরীর মাতৃভূমি। এছাড়াও সুবিশাল সীমান্ত এলাকা, খাসিয়া মেঘালয় পাহাড়, টেংরাটিলা গ‍্যাসফিল্ড, জুমগাঁও আদিবাসী, বাঁশতলা স্মৃতিসৌধ, হক নগর, রাবার ডাম, পান্ডার খাল বাঁধ, দোহালিয়া পরগণার জমিদার বাড়ি, সিমেন্ট, কাগজ ও চুনাপাথর কারখানা, আকিজ প্লাস্টিক ফ‍্যাক্টরীসহ জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা অসংখ‍্য দর্শনীয় স্থান উপভোগ করবে দেশবাসী। রেললাইন ও রেলপথ সংযোগে দোয়ারাবাজার উপজেলায় সম্পৃক্ত হলে সারা দেশের সাথে যোগাযোগে আমুল পরিবর্তনের স্বপ্ন দেখছে দোয়ারাবাজার উপজেলাবাসী। অর্থনৈতিক অঞ্চল হিসাবে খ্যাত ভারতীয় বিশাল সীমান্ত এলাকা। লাখো মানুষের স্বপ্নের প্রত্যাশায় পুরণে দোয়ারাবাজার রেলপথ সংযোগ। আশার আলোতে সুনামগঞ্জের রেলপথ হবে সিলেট টু ছাতক ভায়া দোয়ারাবাজার হয়ে সুনামগঞ্জ। রেললাইন ও রেলপথের এই রুটে লামাকাজি ইউপি, ছৈলা আফজালাবাদ ইউপি, গোবিন্দগঞ্জ ছৈদেরগাঁও ইউপি, কালারুকা ইউপি, ছাতক সদর ইউপি, খুরমা উত্তর ইউপি, দোহালিয়া ইউপি, পান্ডারগাঁও ইউপি, দোয়ারাবাজার সদর ইউপি, মান্নারগাঁও ইউপি, রঙ্গারচর ইউপি, সুনামগঞ্জ সদর ইউপি সহ প্রায় ১২/১৩টি ইউনিয়নের মানুষ রেলপথের সুবিধা ভোগ করতে পারবে।    

অপর দিকে দেশ চলে আমাদের ট‍্যাক্সের টাকায়। "সিলেট- ছাতক-দোহালিয়া-সুনামগঞ্জ"

রুটের সম্পদ বিবেচনা করে এ অঞ্চল দিয়ে রেলপথ যাওয়াটা একদিকে যেমন প্রাচীন দাবী তেমনি সময় সাশ্রয় ও অর্থের অপচয়রোধ হবে।

তাছাড়া আমাদের খেটে খাওয়া মানুষগুলো কম খরচে যাতায়াত সুবিধার পাশাপাশি স্বল্প মূল্যে পণ্য ও জন পরিবহন নিশ্চিত করতে সারাদেশে শক্তিশালী রেলপথ যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার অংশ হিসেবে দোয়ারাবাজারকে ও রেলপথের আওতায় সম্পৃক্ত করার দাবি রয়েছে দীর্ঘদিনের। তাছাড়া ভারতের সাথে ট্রান্স এশিয়া রেলওয়ে যুক্ত হলে বিশ্বব্যাপী যোগাযোগের নতুন মাত্রা যোগ হবে।

Post Top Ad

Responsive Ads Here