সময় সংবাদ ডেস্কঃ
রাজধানীর উত্তরায় বৃষ্টির পানি থেকে রিকশা সরাতে গিয়ে নিচে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই রিকশাচালকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. আব্দুর রাজ্জাক (৫০) ও জিয়া (৪৫)।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুর রাজ্জাক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলোর বারঘরিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে। অন্যজন সিরাজগঞ্জের ডেউপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে জিয়া ।
উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জানান, বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তার পড়ে ছিল। পানি থেকে রিকশা সরাতে গিয়ে তারের সঙ্গে পেঁচিয়ে তারা দুজন একসঙ্গে বিদ্যুতায়িত হন। তাদের উদ্ধার করে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরে সেখান তাদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।