করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩০, শনাক্ত ১৬৮৭ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০৩, ২০২১

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩০, শনাক্ত ১৬৮৭


 


সময় সংবাদ ডেস্কঃ


দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭২৪ জনে। নতুন করে ১ হাজার ৬৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৮ লাখ ৫ হাজার ৯৮০ জনের। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৩৫ জন। মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী। এরমধ‌্যে সরকারি হাসপাতালে ২৪ জন, বেসরকারি হাসপাতালে ৪ জন ও বাসায় ২ জন মারা গেছেন।


বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৬ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ৩ জন, বরিশালে ১, সিলেটে ২ জন ও রংপুরে ৪ জন রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here