খুলনায় অস্ত্রসহ পাঁচটি মোটরসাইকেল উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ০৪, ২০২১

খুলনায় অস্ত্রসহ পাঁচটি মোটরসাইকেল উদ্ধার


 


সময় সংবাদ ডেস্কঃ


খুলনার দিঘলিয়া উপজেলা থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল, একটি ককটেল সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৮টার দিকে দিঘলিয়ার ২ নম্বর বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, বারাকপুর ইউনিয়নের কামারগাতি পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় নন্দন প্রতাপ বাজারের সুশিল কুমার ও ডা. তরুণের দোকানের মাঝখান থেকে এসব উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।


খুলনার এসপি মোহাম্মদ মাহবুব হাসান বলেন, মোটরসাইকেলগুলোর মালিক কারা আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরে বিআরটিএ এর থেকে তথ্য নিয়ে নিশ্চিত হতে পারবো। যেহেতু আজ শুক্রবার বিআরটিএ অফিস বন্ধ। অফিসিয়ালি বিআরটিএ থেকে তথ্য পেতে একটু সময় লাগবে।

Post Top Ad

Responsive Ads Here