মেহের আমজাদ,মেহেরপুর:
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নার্স নাজমিন নাহার ও জান্নাতুল নাঈম এর অবহেলায় নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
“নার্সের অবহেলা ও গাফিলতির কারণে নবজাতকের মৃত্যুর বিচার চাই” এই শ্লোগানে গতকাল বুধবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন করেন তারা।এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য রাসেল ও মারুফ। পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ববাবধায়কের রুমের সামনে বসে অবস্থান ধর্মঘট করেন তারা। এ সময় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ববাবধায়ক সেখানে উপস্থিত হয়ে বলেন, এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেন আগামী ৭২ ঘন্টার ভিতরে যদি কোনো সুষ্ঠু বিচার না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সৈকত,সৌরভ,তৌফিক, কৌশিক, হাসিব প্রমুখ। উল্লেখ্য, গত ৩১মে মেহেরপুর মায়ের হাসি ক্লিনিকে বৃষ্টি (২১) একটি পুত্র সন্তান জন্ম দেন। নবজাতকের শারীরিক কোনো অসুস্থতা আছে কিনা তা দেখার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক শিশু ও কিশোর বিশেষজ্ঞ ডাঃ ওবায়দুল ইসলাম পলাশকে দেখানো হলে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। জেনারেল হাসপাতালে ভর্তি করলে পরে রাত আনুমানিক আটটার দিকে নবজাতকের মৃত্যু হয়। ওই সময় কর্তব্যরত নার্সদের অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।