ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ০৫, ২০২১

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন করে কর্মসূচি পালন করা হয়েছে। 


শনিবার সকাল ১১টার সময় ফরিদপুরে জেলা প্রশাসকের বাস ভবনে গাছ রোপন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ সময় নিশিন্দা, সোনালী, তেজপাতা, জামগাছ সহ বিভিন্ন প্রকার বৃক্ষ রোপন করা হয়।


উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ, এইচ, এম রাশেদ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিতা রানী দাস, কাজী সাইফুদ্দিন প্রমুখ। 


অনুষ্ঠান শেষে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ, এইচ, এম রাশেদ জানান, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। এরই অংশ হিসেবে এই বৃক্ষরোপন করা হলো। এছাড়া জেলা তথ্য অফিসের সহযোগিতায় শহরে সচেতনতামূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও লিফলেট সাটানো হয়েছে শহর জুড়ে।  

Post Top Ad

Responsive Ads Here