শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০৩, ২০২১

শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত



ফরিদপুর প্রতিনিধি :   
ফরিদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ব্যবসায়ীদের নিয়ে অনলাইন জুম প্ল্যাটফর্মে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।  


ফরিদপুর পরিবেশ অধিদপ্তর এর উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দিপক রায়, পরিবেশ অধিদপ্তরের সহাকারী পরিচালক মিতা রানী দাস, কাজী সাইফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন ভূইয়াঁ, মেডিকেল অফিসার ডাঃ তানসিব জুবায়ের, এনটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক সঞ্জিব দাস প্রমুখ।   

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন যানবাহনের গাড়ীচালক ও ব্যবসায়ীবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

Post Top Ad

Responsive Ads Here