টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০৩, ২০২১

টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন



টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন রক্ষার্থে অবিলম্বে সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধন চলাকালে টাঙ্গাইল জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. আকবর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সেল্টু, সিনিয়র সহ-সভাপতি মো. আকরাম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমীন, প্রচার সম্পাদক মো. শাহীনুর ইসলাম, সহকারী অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হয়েছে। এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো হয়নি। শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে এবারও অটো পাসের অপেক্ষায়। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতেই সরকার সুদূরপ্রসারি ষড়যন্ত্রে লিপ্ত।


Post Top Ad

Responsive Ads Here