শনিবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ০৪, ২০২১

শনিবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী



সময় সংবাদ ডেস্কঃ


 আগামীকাল শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বৃক্ষরোপণ অভিযান- ২০২১ এর উদ্বোধন করবেন। 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদিন প্রধানমন্ত্রী বেলা ১১টায় গণভবনে সোনালু, জাম, আমড়া ও ডুমুর বৃক্ষের ৪টি চারা রোপণ করবেন।


এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপন করা হবে। এ স্লোগানে মুজিববর্ষে বৃক্ষরোপণের অঙ্গীকার বাংলাদেশকে সবুজে শ্যামলে ভরিয়ে দিতে জনসাধারণকে উজ্জীবিত করবে।


অন্যদিকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ঘোষণা অনুযায়ী ‘ইকো সিস্টেম রেস্টোরেশন (প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার)’ প্রতিপাদ্যে এবং ‘জয়েন #জেনারেশন রেস্টোরেশন (প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি)’ স্লোগানে সমগ্র পৃথিবী এ বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করবে।


এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের বিপুল জনগোষ্ঠী বিশেষ করে বর্তমান প্রজন্ম, পরিবেশ ব্যবস্থা ও জীব বৈচিত্র্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে সরকার।

Post Top Ad

Responsive Ads Here