ঈদ শেষে নানা বাড়ি থেকে ফেরা হলো না শিশু মারিয়ার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ২২, ২০২১

ঈদ শেষে নানা বাড়ি থেকে ফেরা হলো না শিশু মারিয়ার


 

সময় সংবাদ ডেস্কঃ


ঈদ উপলক্ষে নানাবাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল মারিয়া। শনিবার সকালে লেগুনায় করে ফিরছিল তারা। তাদের বহনকারী জিপ যাত্রী নামানোর জন্য মালুমঘাট স্টেশনে থামলে চকরিয়া থেকে কক্সবাজারগামী একটি বাস জিপটিকে ধাক্কা দেয়।

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় মারিয়া মেহেরাজ নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।


কক্সবাজার-চটগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট স্টেশন এলাকায় এ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


শিশু মারিয়া মেহেরাজ চকরিয়ায় ডুলাহাজারার মধ্যমপাড়ার বাসিন্দা মাহাবুবুল আলমের মেয়ে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঈদ উপলক্ষে নানাবাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল মারিয়া। শনিবার সকালে জিপে করে ফিরছিল তারা। তাদের বহনকারী জিপটি যাত্রী নামানোর জন্য মালুমঘাট স্টেশনে থামলে চকরিয়া থেকে কক্সবাজারগামী একটি বাস লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনার পেছনে বসা‌ শিশু মেহেরাজ গুরুতর আহত হয়।


পরে স্থানীয়রা শিশু মেহেরাজকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় শিশুটি।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো.শাফায়াত হোসেন।


তিনি বলেন, ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ওই শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here