হাসপাতালে ভর্তি রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২৬, ২০২১

হাসপাতালে ভর্তি রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী


 

সময় সংবাদ ডেস্কঃ


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যেটি চলতি বছরে এক দিনে সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তির রেকর্ড। এদের মধ্যেই ১২০ জনই ঢাকার বাসিন্দা। 

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার সর্বোচ্চ ১০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।


স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) হিসাবমতে, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাইরের ৪৭ জন। বাকিরা ঢাকার। চলতি মাসেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০৭ জন। গত জুন মাসে ২৭২ এবং মে মাসে আক্রান্ত হয়েছিলেন ৪৩ জন।


স্বাস্থ্য অধিদফতরের হিসাবমতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে 

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই হাসপাতাল ছেড়ে গেছেন। তবে রাজধানীতে ৪৬০ ও রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া তিনজন রোগীর তথ্য পর্যালোচনার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি আইইডিসিআর।


সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু মৌসুম হিসেবে ধরা হয়। তবে আগের বছরগুলোতে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হতে দেখা গেছে জুন-জুলাই মাসে। কয়েক দিনের থেমে থেমে হওয়া বৃষ্টি এডিস মশার বংশ বিস্তারে প্রভাব ফেলছে। করোনা আর ডেঙ্গুর উপসর্গ কাছাকাছি হওয়ায় জ্বর হলে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Post Top Ad

Responsive Ads Here