সময় সংবাদ ডেস্কঃ
দেশে অক্সিজেন সংকট মোকাবিলায় ভারত থেকে আমাদানি করা ২০০ টন তরল অক্সিজেন নামানোর কাজ এখনো চলছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত ট্রেন থেকে অক্সিজেন লরিতে ১৪৭ টন অক্সিজেন নামানো হয়েছে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড।
ভারত থেকে ‘ইন্দ্রোবাংলা অক্সিজেন এক্সপ্রেস’ নামক ট্রেনটি গতকাল রেববার বেলা ১০টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ স্টেশনে আসে। এরপর বেলা ১২টা থেকে ট্রেন থেকে লিনডের অক্সিজেন লরিতে তরল অক্সিজেন নামানো শুরু হয়।
সোমবার দিনভর ট্রেন থেকে পুরো অক্সিজেন নামানো সম্ভব হবে বলে জানিয়েছে লিনডের কর্মীরা। অক্সিজেন নামানো শেষ করে লরিতে সড়ক পথে লিনডের নারায়ণগঞ্জ ডিপোতে নেয়া হচ্ছে। এরপর এখান থেকে বোতলজাত করে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে বলে।
গতকাল অক্সিজেনবাহী ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে পৌঁছালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, সিভিল সার্জন ডা. রামাপদ রায়, লিনডা বাংলাদেশের কর্মকর্তা সুফিয়া আক্তার, বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে অক্সিজেন নামানোর কার্যক্রমস্থলে আইনশৃঙ্খলা বাহিনীসহ দমকল কর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।

