গোয়েন্দা পুলিশের অভিযানে বি-বাড়িয়ার সাবাস ইয়াবাসহ আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৭, ২০২১

গোয়েন্দা পুলিশের অভিযানে বি-বাড়িয়ার সাবাস ইয়াবাসহ আটক

 


 হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১শত মরণ নেশা ইয়াবাসহ বি-বাড়িয়া থেকে হবিগঞ্জে মাদক পাচারকারী সাবাস আলী (৩০) কে গ্রেফতার করে পুলিশ। 

আটককৃত মাদক পাচারকারী হল, বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র সাবাস আলী (৩০)।


গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল-আমিন এর দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে এসআই মোঃ মোজাম্মেল মিয়ার নেতৃত্বে গোপন    অভিযান পরিচালনা করে সাবাস আলী আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চিন্হিত কুখ্যাত মাদক সম্রাট নাছির মিয়া চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে যেতে পালিয়ে সক্ষম হয়।


এ ব্যাপারে, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল- আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কায়দায় বি-বাড়িয়া থেকে হবিগঞ্জে বড় মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা পাচার করে আসছিল।



তিনি আরো বলেন, গোয়েন্দা পুলিশ বাদী হয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীসহ বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন।



Post Top Ad

Responsive Ads Here