ঝিনাইদহে এক কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ, ৩৩৩ কল করুন খাদ্য সহায়তা নিন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৭, ২০২১

ঝিনাইদহে এক কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ, ৩৩৩ কল করুন খাদ্য সহায়তা নিন




ঝিনাইদহ প্রতিনিধিঃ

চলমান লকডাউনে কর্মহীন মানুষের জন্য ঝিনাইদহ জেলার জন্য সরকার এক কোটি ৪৬ লাখ ৬০ হাজার ৮০৬ টাকা বরাদ্দ করেছে। হতদরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্থ নিন্ম আয়ের মানুষ যে কেও ৩৩৩ নাম্বারে ফোন করে এই খাদ্য সহায়তা নিতে পারবেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (ত্রান) শাখা থেকে গত ১৫ জুলাই এই অর্থ ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। উক্ত অর্থ স্থানীয় হিসাব রক্ষন অফিস থেকে পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া যে কোন মানুষ এই সহায়তা নিতে পারেন। এটা কোন লজ্জা নয় বরং সরকারের মানবিক সহায়তা। লকডাউনে কে যাতে না খেয়ে থাকেন সে জন্য সরকার এই অর্থ বরাদ্দ করেছে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। ৩৩৩ নাম্বারে ফোন করে অনেকেই মানবিক সহায়তা চাচ্ছেন। জেলা প্রশাসন তাৎক্ষনিক ভাবে সাড়া দিয়ে এই সহায়তা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন।

Post Top Ad

Responsive Ads Here