ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতনিধিঃ
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৪ জুলাই) রাজশাহীর ২টি পিসিআর ল্যাবে ৬৪১ জনের নমুনা পরীক্ষা করা হহয়েছে।
শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২টি পিসিআর ল্যাবে রাজশাহী,নওগাঁ,নাটোর ও জয়পুরহাটের মোট ৬৪১ জন রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে রাজশাহীর ৯৬ জনের মধ্যে ৪০ জন করোনায় আক্রান্ত, নাটোরের ৮৭ জনের মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ হয়। অপরদিকে নওগাঁর ১০৩ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৪৯ জন করোনা শনাক্ত হয়।জয়পুরহাটের ১৬০ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৩১ জনের পজিটিভ।
ল্যাব দুটিতে ৪০৭ জনের করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে।
ওই দিনের০৭ জন বিদেশগামী ও বিদেশ প্রত্যাগামী যাত্রীর করোনার নমুনা পরীক্ষা হয়। তাদের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ এবং ২ জনের করোনা নেগেটিভ হয়েছে।

