উত্তাল সাগরে ডুবল তেল সরবরাহকারী ‘এমটি সুফলা’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৭, ২০২১

উত্তাল সাগরে ডুবল তেল সরবরাহকারী ‘এমটি সুফলা’


 


সময় সংবাদ ডেস্কঃ


চট্টগ্রামে বড় জাহাজে তেল সরবরাহকারী এমটি সুফলা নামে একটি বাংকার বার্জ ডুবে গেছে। মঙ্গলবার দুপুরে পতেঙ্গার অদূরে লাইটহাউস থেকে দুই দশমিক দুই নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে।

বার্জটি ডুবে গেলেও নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।


তিনি বলেন, উত্তাল সাগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাংকার বার্জটি ডুবে যায়। সেটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।


এর আগে আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

Post Top Ad

Responsive Ads Here