সময় সংবাদ ডেস্কঃ
খুলনার চারটি হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন ও উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা আক্রান্তে ৩জন ও উপসর্গে দু’জন মিলে ৫জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। গতকাল খুলনায় ১৮ জনের মৃত্যু হয়েছিল।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে; এরমধ্যে দু’জন উপসর্গে।
করোনায় মৃতরা হলেন- খুলনার হরিণটানা এলাকার মরিয়ম, মিয়াপাড়া এলাকার এমডি শরীফ ও দিঘলিয়ার পশুপতি দে। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন। যার মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়োলো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৭ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- নগরীর নূরনগর এলাকার রওশন আরা বেগম। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ৪জন রোগী ভর্তি হয়। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- নগরীর লবনচরা এলাকার কাকলী, ডুমুরিয়ার মরিয়ম ও বাগেরহাট মোড়েলগঞ্জের আব্দুর রশিদ হাওলাদার। চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন, তার মধ্যে ১৫ জন পুরুষ ও ২০ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।
গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- নগরীর ৭১ সাউথ খালিশপুরের হালদারপাড়ার আয়েশা হোসেন ও যশোর অভয়নগরের সুন্দলীর হরিশপুর এলাকার তন্বী সরকার।
বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ৭৩ জন। গতকাল আরটিপিসিআর ল্যাবে ২৬ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।