সময় সংবাদ ডেস্কঃ
রাত পোহালেই ঈদ, সবাই ব্যস্ত প্রস্তুতিতে। এ কারণে ঘরে মুমূর্ষু রোগী থাকলেও তার দিকে পর্যাপ্ত খেয়াল রাখা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে তীব্র শাসকষ্ট শুরু হয় ওই রোগীর। সে খবর কানে যেতেই তোড়জোড় শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড’।
অক্সিজেন সিলিন্ডার নিয়ে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ওই রোগীর বাড়িতে ছুটে যান সংগঠনের সদস্যরা। তাদের তৎপরতায় নতুন জীবন পান ওই রোগী। এতে যেন ঈদের খুশি ছড়িয়ে পড়ে রোগীর পরিবার ও স্বেচ্ছাসেবীদের মাঝে।
‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড’র আহ্বায়ক মো. নাসির মিয়া জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে উৎসব তাদের কাছে মুখ্য নয়, মানুষের সেবা করাই তারা প্রধান কর্তব্য হিসেবে দেখছেন। করোনাভাইরাসে আক্রান্তদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা, করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা, টিকার জন্য রেজিস্ট্রেশন ও মাস্ক পৌঁছে দিতে কাজ করছেন ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড’র সদস্যরা।
এ সময় ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড’র যুগ্ম আহবায়ক ফাহিম মুনতাসির, ব্রিগেডের অন্যতম সদস্য হুমায়ুন কবির, মুহয়ী শারদ প্রমুখ উপস্থিত ছিলেন।

