সময় সংবাদ ডেস্কঃ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু প্রতিদিনই বাড়ছে। একই সঙ্গে আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় ১৬ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১২৬ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এরপরই রয়েছে কুষ্টিয়া, এ জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে মারা গেছেন ১৪ জন।
এছাড়া বরিশালে ১৩ জন, রাজশাহীতে ১১ জন, কুমিল্লায় ১০ জন, খুলনা ও ফরিদপুরে আটজন করে, চট্টগ্রাম ও যশোরে ছয়জন করে, সাতক্ষীরায় চারজন, নড়াইল, মাগুরা, ঝিাইদহ, মেহেরপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

