বিশ্বে করোনায় মৃত্যু ৪১ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২৮, ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু ৪১ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে

  



সময় সংবাদ ডেস্কঃ



বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ লাখ ৯৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ৯১ হাজার ৩২০ জন।

বুধবার সকালে ১০টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।


ওয়ার্ল্ডোমিটারস জানায়, বাংলাদেশ সময় গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ বেড়েছে। এ সময় মারা গেছেন ৯ হাজার ২৫৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার ১২৯ জন।


বিশ্বে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ২৪৯ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৫২ লাখ ৮৭ হাজার ২৬৯ জন এবং মারা গেছে ছয় লাখ ২৭ হাজার ৩৯ জন।


বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।


ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫ জন এবং মারা গেছে ৪ লাখ ২২ হাজার ৫৪ জন।

Post Top Ad

Responsive Ads Here